কুমিল্লা জেলা সমিতি, চট্টগ্রামের ২০২৫-২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান শনিবার রাতে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে বাসবাসরত কুমিল্লার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন এতে অংশ নেন। অনুষ্ঠানটি কার্যত পরিণত হয়েছিল কুমিল্লাবাসীর মিলনমেলায়।
কুমিল্লা জেলা সমিতি চট্টগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এম এ মালেক।
বিশেষ অতিথি ছিলেন কর কমিশনার (আপীল) সামিনা ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম রেজাউর রহমান, অধ্যাপক আবদুল আলীম, অধ্যাপক মোশাররফ হোসেন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. মোশাররফ হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সভাপতি মো. শাহ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি শাহাব উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মজুমদার, সিনিয়র সাংবাদিক ফারুক ইকবাল।
দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, কুমিল্লাবাসী চট্টগ্রামে এসে চট্টগ্রামকে সমৃদ্ধ করেছেন। কারণ একজনকে নিয়ে বা শুধু চট্টগ্রামবাসীকে নিয়ে চট্টগ্রাম হয় না। চট্টগ্রামে অবস্থানরত কুমিল্লা জেলার জনগণ তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যে অবদান রাখছেন। পাশাপাশি কুমিল্লাবাসীর মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কুমিল্লা জেলা সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিডি প্রতিদিন/এএ