চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বাহিনী ছোট সাজ্জাদ বাহিনীর ছয় সদস্যকে গ্রেফতার করেছে নগরীর বায়েজীদ থানা পুলিশ। তারা হলেন- মো. আরিফ, মো. হাসান, মো. ফয়সাল, আজিম উদ্দিন, রিফাত এবং মো. জুয়েল। সোমবার রাতে নগরীর বায়েজীদ থানাধীন কুলগাঁও খলিল শাহ মাজার সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
সিএমপির উপ-কমিশনার (জনসংযোগ) রইছ উদ্দিন বলেন, ছোট সাজ্জাদ গ্রুপের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সাজ্জাদ বাহিনীর ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি এলজি, ড্রিল মেশিন, কাটার মেশিন, কিরিচসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নগরীর কয়েকটি থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ