মাইজভান্ডারী তরিকার প্রবর্তক হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ১১৯তম ওরশ শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বাদ ফজর গিলাফ চড়ানোর মাধ্যমে শুরু হয় ওরশের প্রধান আনুষ্ঠানিকতা। ওরস উপলক্ষে বিভিন্ন মঞ্জিলে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।
দিনব্যাপী ভক্তদের মাজার জিয়ারত, মিলাদ এবং খতমে কোরআন পাঠ এবং ওয়াজ মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। ওরশকে কেন্দ্র করে পুরো মাইজভান্ডার এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। দেশ-বিদেশ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার লাখ লাখ ভক্তরা দরবারে উপস্থিত হয়েছিলেন।
শুক্রবার দিবাগত মধ্যরাতে আহমদিয়া মঞ্জিলের শাহী ময়দানে বিশেষ মিলাদ, জিকির শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরশ শেষ হয়।
বিডি প্রতিদিন/জামশেদ