আনন্দ শোভাযাত্রা, সড়কে আলপনা আঁকা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিবাগত রাতে শিক্ষার্থীরা বিভিন্ন রঙিন আল্পনায় আবৃত করে গুলশান ২ ও ১নং চত্বরের সংযোগ সড়ক।
সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা-১৪৩২। বড় মৈয়ূর, পুতুল ও বৈশাখের ট্রেডিশনাল বিভিন্ন প্যাঁচা, ঈগল ও বাঘসহ রকমারি মোটিভের এই বর্ণিল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি প্রথমে উত্তরা ১৩নং সেক্টরে শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি আয়োজিত বৈশাখের ঐতিহ্যবাহী খই, মুড়ি, বাতাসা ও বাহারি বিভিন্ন মৌসুমি ফল ও শরবতের আপ্যায়ন পর্বে অংশ নিয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আহসানুল কবির, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ-ই-আলম, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
বর্ষবরণকে কেন্দ্র করে ক্যাম্পাস মিলনায়তনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলা নববর্ষ ও হালখাতাসহ নানা বিষয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/মুসা