সম্প্রতি দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সংস্করণে "স্বামী প্যারালাইজড, দুর্ঘটনায় স্ত্রীও হারিয়েছেন হাত" শিরোনামে একটি ডিজিটাল প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই প্রতিবেদন দেখে বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বসুন্ধরা শুভসংঘ, সরকারি আজিজুল হক কলেজ শাখার সদস্যরা অসুস্থ মালেকের পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন।
প্যারালাইজড মালেক ও দুর্ঘটনায় হাত হারানো স্ত্রী রাশেদা বেগম যেন ঈদ আনন্দ উপভোগ করতে পারেন, সেই উদ্দেশ্যে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা তাদের হাতে চাল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, মসুর ডাল, গুঁড়া দুধ, পোলাওর চাল, তেল, লবণ এবং নগদ টাকা উপহার হিসেবে দেন। ঈদ উপহার পেয়ে তাদের চোখে-মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে এবং চোখে পানি চলে আসে।
উপহার পেয়ে মালেক দম্পতি তাদের হাসিমুখে বলেন, “সবকিছু আল্লাহ তায়ালার দয়া।” এ সময় তারা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।
বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি নাজমুল হাসান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান এর সঞ্চালনায় উপহার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখা বগুড়ার উপদেষ্টা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল ওয়াহেদ সরকার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হারুন ইবনে সালাম, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আসাদুল্লাহ আল-গণি, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোছাঃ তাসলিমা খাতুন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মেহেদী হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রভাষক মোঃ জামিউর রহমান, এবং কালের কণ্ঠ ডিজিটালের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তহমিদুর রহমান।
এ সময় অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর বলেন, "রমজান মাসে আমরা সবাই যে একত্রিত হতে পেরেছি তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সব সময় এমন শুভ কাজে পাশে থাকতে চাই। ক্ষুদ্র পরিসরে হলেও আমরা শুরু করলাম, এর জন্য বসুন্ধরা শুভসংঘের আয়োজকদের ধন্যবাদ জানাই। আশা করি, আগামীতে আরও বড় পরিসরে এটি করতে পারব।"
বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি নাজমুল হোসেন বলেন, "সব শুভকাজে পাশে থাকতে চায় বসুন্ধরা শুভসংঘ। ক্ষুদ্র পরিসরে হলেও বৃদ্ধ প্যারালাইজড মালেকের পরিবারের কাছে ঈদ উপহার দিতে পেরে আমরা গর্বিত। ইনশাল্লাহ, এভাবেই মানবতার জয় হবে।"
বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান বলেন, "মানবিক কাজে আমরা সব সময় এগিয়ে আসতে চাই। একটি পরিবারকে ঈদ উপহার দিতে পারলাম, এটি আমাদের মতো আনন্দিত করেছে এবং ওই পরিবারটিও উপকৃত হবে বলে আশা করছি।"
এ সময় আরও উপস্থিত ছিলেন, আবু সায়েম নিশাত, আবু তালহা, এস এম তারিকুল ইসলাম, তারমিন আক্তার, নুরনবী হোসেন নাবী, মোঃ মেহেদী হাসান রাকিব, আছিয়া আক্তার শিলা, মোঃ আব্দুর রউফ সজীব, জান্নাতুল নাঈম এবং জান্নাতুল ফেরদৌস।
বিডি প্রতিদিন/আশিক