‘শুভ কাজে সবার পাশে’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘের জামালগঞ্জ উপজেলা শাখা।
শুক্রবার সকাল ১১ টায় (৩১ জানুয়ারি) ই-কমার্স অ্যান্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার মাঠ সংলগ্ন এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। তীব্র শীতে নতুন কম্বল পেয়ে আনন্দিত জামালগঞ্জের দরিদ্র জনগণ। যারা কৃতজ্ঞচিত্তে বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘকে ধন্যবাদ জানান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহীন আলম। তিনি বলেন, “বসুন্ধরা গ্রুপের সহায়তায় জামালগঞ্জের দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফুটছে। এই মহতী কাজে যুক্ত হতে পেরে আমি গর্বিত।”
কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সালমা আক্তার বলেন, “আজ বসুন্ধরা শুভসংঘের কম্বল পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি।”
আরেক শীতার্ত রোকেয়া বেগম বলেন, “আমাদের এলাকার শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ। তাদের এই সহযোগিতা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।”
কম্বল পেয়ে আলী হোসেন নামে এক প্রতিবন্ধী বলেন, "আপনেগো আল্লায় ভালো করবো। এই শীতে কেউ আমাদের খবর নেয় নাই। আপনারা আমাদের যে কম্বল দিলেন তাতে শীতে কষ্ট অইবো না।"
মাসক আলী নামে আরেক প্রতিবন্ধী বলেন, "আমগোরে খোঁজ কেউ নেয় নাই। আপনারা আমাগো খোঁজ খবর জাইনা কম্বল দিছেন। আপনাগো ধন্যবাদ জানানোর ভাষা নাই আমার কাছে।"
স্থানীয় বাসিন্দা নুর আলম বলেন, “আমাদের অসহায় ও শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা যেন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ চালিয়ে যান, এটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফালগুনী টিভির জেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সহসভাপতি সাইফ উল্লাহ, বাপ্পী বর্মণ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদ নুর, যুগ্ম সাধারণ সম্পাদক হোসনেয়ারা বেগম, চায়না বেগম, মমতাজ বেগম, রবিউল আউয়াল, সহ সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ, অর্থ সম্পাদক মিনারা আক্তার, দপ্তর সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রুবি আক্তার, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান, সহ ক্রীড়া সম্পাদক লতিফা আক্তার, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন জয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. মহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মরম আলী, কার্যকরী সদস্য জাকারিয়া, লাকী আক্তার, তাহেরা খাতুন শাপলা আক্তার, রাহুল মিয়া, পুঁজা রানী দাস, তাসিন আলম, সুহেনা আক্তার, নুরেজা বেগম প্রমুখ।
শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে বসুন্ধরা গ্রুপের এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে স্থানীয়দের মাঝে।