মার্কিন যুক্তরাষ্ট্রের ‘গ্রহাণু খনন’ কোম্পানি অ্যাস্ট্রোফর্গ (AstroForge) আসন্ন পরীক্ষা-মূলক মিশন-২ এর সম্ভ্রাব্য গ্রহাণু সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। স্পেস নিউজ জানিয়েছে, ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানি অ্যাস্ট্রোফর্গের মিশন-২ মহাকাশযান ‘ওডিন’ (Odin)-এর গন্তব্য ‘2022 OB5’ নামক গ্রহাণু। আগামী মাসে স্পেসএক্স তাদের ‘ফ্যালকন ৯’ রকেটের মাধ্যমে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে।
স্পেস নিউজ জানিয়েছে, চাঁদের উদ্দেশ্যে স্পেসএক্সের রকেট ‘ফ্যালকন ৯’ যাত্রার পর পৃথিবীর বায়ুমন্ডলের বাইরের স্তরে যাওয়ার পরপরই ‘ওডিন’ মহাকাশযানটি আলাদা হয়ে যাবে। এর সঙ্গে থাকবে ‘Intuitive Machines’ IM-2 ল্যান্ডার। তবে এই মিশনের লঞ্চ উইন্ডো ২৬ ফেব্রুয়ারির আগে খোলার সম্ভাবনা নেই।
‘2022 OB5’ এবং মিশনের উদ্দেশ্য
‘2022 OB5’ হলো পৃথিবীর নিকটবর্তী গ্রহাণু, যার ব্যস প্রায় ৩২৮ ফুট (১০০ মিটার)। বিজ্ঞানীদের ধারণা, এটি সম্ভব একটি ধাতব (metallic) গ্রহাণু। ‘ওডিন’ প্রায় ৩০০ দিন পর এই ক্ষুদ্র গ্রহাণুতে পৌঁছাবে। এরপর যানটি পর্যবেক্ষণের উদ্দেশ্যে ‘ফ্লাইবাই’ করবে। এর মূল উদ্দেশ্য- গ্রহাণুটি খনিজ আহরণের জন্য উপযুক্ত কিনা তা নির্ধারণ করা। ভবিষ্যতে আরও দুঃসাহসিক মিশনের জন্য প্রস্তুতি নেওয়া। অ্যাস্ট্রোফর্গ জানিয়েছে, ‘ওডিন’ গ্রহাণুর গুরুত্বপূর্ণ চিত্র সংগ্রহ করবে, যা পরবর্তী মিশন Vestri-এর জন্য প্রস্তুতি হিসেবে কাজে দেবে, অর্থাৎ খনিজ উত্তোলন করা।’ Vestri মিশনেও রাইডশেয়ার মিশন হিসেবে ‘Intuitive Machines’ IM-3 লুনার ল্যান্ডারের সঙ্গে যুক্ত থাকবে, যা সম্ভবত ২০২৫ সালের শেষের দিকে উৎক্ষেপণ করা হতে পারে।
অ্যাস্ট্রোফর্গ এবং ভবিষ্যৎ পরিকল্পনা
২০২২ সালের জানুয়ারিতে অ্যাস্ট্রোফর্গ (AstroForge) প্রতিষ্ঠিত হয় এবং এর লক্ষ্য গ্রহাণু থেকে সম্পদ উত্তোলন। অ্যাস্ট্রোফর্গ-এর প্রথম মিশন হলো- Brokkr-1, যা ২০২৩ সালের এপ্রিলে কক্ষপথে পৌঁছে, তবে তারা মহাকাশযানের প্রোটোটাইপ শোধন প্রযুক্তি (Prototype Refinery Technology) সক্রিয় করতে পারেনি। স্পেস নিউজ জানায়, ইতোমধ্যে তারা স্টোক স্পেস (Stoke Space)-এর সঙ্গে চুক্তি করেছে, যারা ভবিষ্যতে ঘড়াধ রকেটের মাধ্যমে মিশন পরিচালনা করবে। তা হবে আরও উন্নত এবং উচ্চাকাক্সক্ষী।
তথ্যসূত্র : স্পেস.কম