হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে এমন এক নতুন আপডেট আসছে, যার ফলে এক আইফোনে একাধিক অ্যাকাউন্ট চালানোর সুবিধা পাবেন আইওএস ব্যবহাকারীরা।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবেটাইনফো অনুসারে, নিজেদের আইওএস সংস্করণে একাধিক অ্যাকাউন্ট সমর্থন নিয়ে কাজ করছে মেটা মালিকানাধীন মেসেজিং সেবাটি। ফলে এ আপডেট ব্যবহারকারীকে একই ডিভাইসে একাধিক প্রোফাইল অদল-বদলের সুবিধা দেবে। অ্যান্ড্রয়েডে এ ফিচারটি চালু হওয়ার এক বছরেরও বেশি সময় পরে আইওএস ব্যবহারকারীদের জন্য এটি আসছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। ওয়েবেটাইনফো বলেছে, আইওএস ২৫.২.১০.৭০ সংস্করণে একাধিক হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এখানে স্বতন্ত্র অ্যাকাউন্ট হিসাবে হোয়াটসঅ্যাপ খুলতে বা ‘নতুন অ্যাকাউন্টটিকে সহযোগী হিসেবে আইফোনে যুক্ত করতে একটি কিউআর কোড স্ক্যান করতে হবে তাদের’।
এ আপডেটটি এখন পাওয়া যাচ্ছে অ্যাপলের ‘টেস্টফ্লাইট’ প্রোগ্রামের বেটা পরীক্ষকদের জন্য। অ্যান্ড্রয়েডে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর জন্য ডুয়াল সিমের প্রয়োজন পড়ে। এ ক্ষেত্রে প্রতিটি অ্যাকাউন্টের নিজস্ব ফোন নম্বর থাকতে হবে।
এদিকে ‘হোয়াটসঅ্যাপ বিজনেস’ নামের আরেকটি অ্যাপ এনেছে হোয়াটসঅ্যাপ, যেখানে ব্যবহারকারীরা ভিন্ন ফোন নম্বর ব্যবহার করে আরেকটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড আপডেট ও বর্তমানে আইওএসের জন্য যা যা পরীক্ষা করা হচ্ছে, তা দুটি ফোন নম্বর ব্যবহারকারীদের ক্ষেত্রে তাদের সমস্ত কথোপকথন অ্যাপে রাখার অনুমতি দেবে।