এখন থেকে হোয়াটসঅ্যাপে ওযেনএআই-এর এআই চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে, তাও আবার কোনো অ্যাকাউন্ট ছাড়াই। এটি ব্যবহারকারীদের জন্য বা যারা এআই টুল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চান তাদের জন্য উপযুক্ত একটি চ্যাটবট। বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপের চ্যাটজিপিটি ব্যবহার ঠিক বন্ধুর সঙ্গে চ্যাট করার মতোই সহজ। নতুন ফিচার সবার জন্যই উন্মুক্ত, তবে প্রতিদিন মেসেজ পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট সীমা রয়েছে। অর্থাৎ এতে কেবল চ্যাটজিপিটির টেক্সট ইনপুট ব্যবহার করা যাবে। ফলে, উন্নত ভয়েস মোড বা ভিজুয়াল ইনপুট ব্যবহার করা যাবে না এখান থেকে। তবে চ্যাটজিপিটি ১ মিনি মডেলের সব ফিচারই থাকবে এতে।
যেভাবে করবেন :
চ্যাটজিপিটিকে হোয়াটসঅ্যাপে যুক্ত করা খুবই সহজ এবং ব্যবহারকারী-বান্ধব। কিছু সহজ ধাপ অনুসরণ করলেই হবে...
► নির্ধারিত QR কোড স্ক্যান করুন।
► স্ক্যান করার পর আপনাকে হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করা হবে, যেখানে আপনি চ্যাটজিপিটির সঙ্গে চ্যাট শুরু করতে পারবেন।
► এবার নিশ্চিত করুন যে, আপনি হোয়াটসঅ্যাপের অফিশিয়াল চ্যাটজিপিটি অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ করছেন।
কীভাবে বুঝবেন ‘অফিশিয়াল অ্যাকাউন্ট’?
► অফিশিয়াল অ্যাকাউন্টের নামের পাশে নীল ভেরিফিকেশন টিকচিহ্ন থাকবে।
► ফোন নম্বর হবে ১-৮০০-২৪২-৮৪৭৮। যা নিশ্চিত হলে আপনি আপনার বার্তা টাইপ করতে শুরু করতে পারেন এবং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
চ্যাটজিপিটি ব্যবহারের সুবিধা :
আপনি যে কোনো প্রশ্ন বা অনুরোধ টেক্সট করলেই চ্যাটবট সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে। সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর, লেখালেখির সহায়তা, বা সাধারণ তথ্য প্রয়োজন হলে- চ্যাটজিপিটির সাহায্যের জন্য প্রস্তুত। হোয়াটসঅ্যাপে এই এআই টুল খুঁজে পাওয়া; ব্যবহারকারীর জন্য বড় সুবিধা।
যা মাথায় রাখা প্রয়োজন :
এখন, পেইড ChatGPT Plus অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপে লিঙ্ক করা যাবে না। হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ফিচারটি সবার জন্য উন্মুক্ত হলেও; প্রতিদিন মেসেজ পাঠানোর ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমা অতিক্রম করলে, হোয়াটসঅ্যাপ আপনাকে একটি নোটিফিকেশন দেবে।
যারা আরও বেশি ব্যবহার বা অতিরিক্ত ফিচার পেতে চান, তারা চ্যাটজিপিটি অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।
হোয়াটসঅ্যাপে যুক্ত চ্যাটজিপিটি সংস্করণ GPT-4o মিনি মডেল দ্বারা পরিচালিত। যা দক্ষ এবং নির্ভুলতা নিশ্চিত করে, তবে এটি ওপেন এআইর অন্যান্য প্ল্যাটফরমে উপলব্ধ পূর্ণ GPT-4 মডেলের তুলনায় সামান্য স্কেলড-ডাউন। তা সত্ত্বেও চ্যাটবটটি বিস্তৃত প্রশ্ন ও কাজ পরিচালনায় সক্ষম।
তথ্যসূত্র : ইন্ডিয়া টুডে