বাংলাদেশের সংগীতাঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো দেশের প্রথম প্রযুক্তিনির্ভর কনসার্টের মাধ্যমে। অত্যাধুনিক লাইটিং, ৩ডি ভিজ্যুয়াল ও এআই প্রযুক্তির সমন্বয়ে ঢাকার তেজগাঁওস্থ আলোকি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী কনসার্ট। দেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন মঞ্চ মাতিয়েছেন তাদের অসাধারণ পারফরম্যান্সে।
গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জ-এর পরিবেশনায়, মিউজিক্যাল অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম গেট সেট রক ও কমিউনিকেশন সংস্থা অ্যাসেন-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্টে ব্যান্ডের ফ্রন্টম্যান সাইদুস সালেহীন খালেদ সুমন (বেজবাবা সুমন) এবং অন্যান্য সদস্যদের পারফরম্যান্সে মুগ্ধ হন দর্শকরা।
কনসার্টে অর্থহীন তিনটি সেগমেন্টে প্রায় ২০টি গান পরিবেশন করে। এছাড়াও সুমন বাংলাদেশের কিংবদন্তি রকসম্রাট আজম খান-এর জন্মবার্ষিকী উপলক্ষে ‘অদ্ভুত সেই ছেলেটি’ গানটি উৎসর্গ করেন।
গেট সেট রক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব রহমান সোহান জানান, ভিডিও গেম 'সাইবারপাঙ্ক ২০৭৭' থেকে অনুপ্রাণিত হয়ে এই কনসার্টের আয়োজন করা হয়েছে।
এই কনসার্টের পৃষ্ঠপোষকতায় ছিল টুয়েলভ ক্লোদিং, ইনফিনিক্স, রিভো, পোলার, নেসক্যাফে, পাঠাও, ক্যাটারিং পামেরা, হ্যাভি মেটাল টি-শার্ট, আরএক্স এক্সপোজার, দ্য ম্যাড টিম, হিপ ক্রিয়েটর, কডিক্সেল। কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ভিজ্যুয়াল ইফেক্ট তৈরি করেছে ‘ভার্স ইমাজিন’।
বিডি প্রতিদিন/আশিক