দক্ষিণ আফ্রিকার বেনোনিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ১০৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
প্রথম ওয়ানডেতে ২৮৫ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়ে ১৩০ রানে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়েছিল বাংলাদেশের যুবারা। দ্বিতীয় ম্যাচেও তাদের আধিপত্য ছিল স্পষ্ট। ব্যাট হাতে আজিজুল (৬৭), জাওয়াদ আবরার (৫৭) ও রিজান হোসেন (৫২) তিনটি কার্যকর ফিফটির মাধ্যমে বাংলাদেশ তোলে ২৬৫ রান।
দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে কিছুটা সাফল্য পান কোরনে বোথা ও পল জেমস, দুজনেই নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট ভাগাভাগি করেন জে বেসন ও টানদো সনি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। মাত্র ১৪ রানেই তারা হারায় প্রথম তিন উইকেট। আদনান লাগাদিয়েন, মুহাম্মদ বুলবুলিয়া ও আরমান মানাক সবাই সিঙ্গেল ডিজিটে আউট হন। কিছুটা প্রতিরোধ গড়েন জেসন রাউলস, তিনি দলীয় সর্বোচ্চ ৫১ রান করেন।
তবে তাঁর বিদায়ের পর প্রোটিয়াদের ব্যাটিং ধস নামে। ১৬১ রানেই অলআউট হয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে আল ফাহাদ, আজিজুল হাকিম তামিম ও স্বাধীন ইসলাম নেন দুটি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ইকবাল হোসেন ইমন, সানজিদ মজুমদার ও সামিউন বশির।
এ জয়ের ফলে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২২ জুলাই অনুষ্ঠিত হবে। সেই ম্যাচেও জিততে পারলে হোয়াইটওয়াশ নিশ্চিত করবে বাংলাদেশের যুবারা।
বিডি প্রতিদিন/মুসা