মন্টে কার্লো মাস্টার্সের শুরুতেই বিশাল ধাক্কা খেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। চিলির আলেহান্দ্রো তাবিলোর কাছে ৬-৩, ৬-৪ সেটে হেরে বিদায় নিলেন এই সার্বিয়ান কিংবদন্তি। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্সকে তিনি সরাসরি ‘ভয়াবহ’ বলে স্বীকার করেন।
৩৭ বছর বয়সী জোকোভিচ এবারই তার ১৮তম মন্টে কার্লো মূল ড্র অংশগ্রহণ করছিলেন—যা টুর্নামেন্টের ওপেন যুগের রেকর্ড। তবে এই ম্যাচে তিনি ছিলেন পুরোপুরি ছন্দহীন। ২৯টি আনফোর্সড এ্যারর ও মাত্র ১৮টি উইনার শট ছিল তার পারফরম্যান্সের দুর্বলতার চিত্র।
ম্যাচ শেষে হতাশ জোকোভিচ বলেন, আমি জানতাম কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি। আশা করেছিলাম, খুব ভালো খেলতে না পারলেও অন্তত খারাপ খেলব না। কিন্তু বাস্তবতা ছিল আরও করুণ। এটা আমার জন্য সত্যিই ভয়ানক অভিজ্ঞতা।
গত জুলাইয়ে অলিম্পিক সোনা জয়ের পথে ক্লে কোর্টে টানা ১০টি ম্যাচ জিতেছিলেন জোকোভিচ। তবে এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। উল্লেখ্য, এর আগেও ঠিক ১১ মাস আগে ইতালিয়ান ওপেনেও তাবিলোর কাছে হেরে গিয়েছিলেন তিনি।
এদিকে, একই দিনে স্পেনের কার্লোস আলকারাজ দুর্দান্তভাবে ফিরে এসে ফ্রান্সিসকো সেরুন্ডোলোর বিপক্ষে জয় তুলে নেন। ৩-৬, ৬-০, ৬-১ সেটে জিতে মৌসুমের প্রথম ক্লে ম্যাচেই চমক দেখান তিনি। অন্যদিকে, ক্যাসপার রুড, আন্দ্রে রুবলেভ ও দানিয়েল মেদভেদেভও জয় পেয়েছেন সহজ ম্যাচে।
জোকোভিচের এই পরাজয় তার ১০০তম এটিপি একক শিরোপার অপেক্ষাকে আরও দীর্ঘ করল। ভক্তদের হতাশ করে টুর্নামেন্ট থেকে এমন বিদায়ে এবার নিজের ঘুরে দাঁড়ানোর লড়াই আরও কঠিন হয়ে উঠল এই গ্র্যান্ড স্ল্যাম রেকর্ডধারীর জন্য।
বিডিপ্রতিদিন/কবিরুল