বিশ্ব জুড়ে এখন জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। প্রায় বছর জুড়েই বিশ্বের বিভিন্ন দেশে কোনো না কোনো টুর্নামেন্ট চলতেই থাকে। যেখানে ব্যস্ত থাকে ক্রিকেটাররা। এর মধ্যেই এবার নতুন করে এসেছে আরেকটি টুর্নামেন্ট। যেখানে খেলবেন অবসরপ্রাপ্ত একসময়ের ক্রিকেট তারকারা। নতুন এই টুর্নামেন্টের নাম এশিয়ান লিজেন্ডস লিগ। এই লিগে বাংলাদেশ টাইগার্স স্কোয়াডের হয়ে খেলবেন তামিম ইকবাল।
লিজেন্ডস লিগের বাংলাদেশ টাইগার্সের ১৬ সদস্যের স্কোয়াডের নেতৃত্বে আছেন মোহাম্মদ আশরাফুল। এছাড়াও আছেন তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হকদের মত ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞরা।
উইকেটরক্ষক হিসেবে দলে আছেন ধীমান ঘোষ। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া পোড় খাওয়া ব্যাটার তুষার ইমরানও আছেন দলে। বোলারদের মধ্যে পেস ইউনিটে আবুল হাসান রাজু, মুক্তার আলী, শফিউল ইসলামের সাথে স্পিন ইউনিটে রয়েছেন ইলিয়াস সানি, জুবাইর হোসেন লিখনরা।
আগামী ১০ মার্চ থেকে রাজস্থানে মাঠে গড়াবে ৬ দলের টুর্নামেন্ট এশিয়ান লিজেন্ডস লিগ। বাংলাদেশ টাইগার্স বাদে বাকি চার দল ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস এবং রেস্ট অব এশিয়ান স্টারস। খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, ফাইনাল ১৮ মার্চ। ১০ মার্চ ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স।
একনজরে বাংলাদেশ টাইগার্স স্কোয়াড :
মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, নাজিমউদ্দিন, তুষার ইমরান, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবাইর হোসেন লিখন, শফিউল ইসলাম, অলক কাপালি।
বিডি প্রতিদিন/নাজিম