নাঈম শেখের সেঞ্চুরিতে ভর করে রংপুর রাইডার্সকে বড় টার্গেট দিয়েছে খুলনা টাইগার্স। টুর্নামেন্টে প্লে অফে খেলতে হলে গ্রুপ পর্বে বাকী থাকা দুই ম্যাচই জিতবে হবে খুলনার, অপরদিকে টেবিলে শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করতে রংপুরকেও জিততে হবে শেষ ম্যাচটি। এমন সমীকরণে বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মেহেদী হাসান মিরাজের দল। ওপেনার নাঈম শেখের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে খুলনা।
শুরুতে খুলনাকে ঝড়ো সংগ্রহ এনে দেন মেহেদী হাসান মিরাজ-নাঈম শেখের উদ্বোধনী জুটি। ৩.৪ ওভারেই ৩১ রানের জুটি গড়েন তারা। মিরাজকে আউট করে এই জুটি ভাঙেন শেখ মেহেদী। আউট হওয়ার আগে ১২ বলে ১ চার ২ ছয়ে ২১ রান করেন মিরাজ।
পরে উইলিয়াম বোসিস্টকে নিয়ে ৪৭ বলে ৮৮ ও মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে মাত্র ৩২ বলে ৭২ রান যোগ করেন নাঈম। শেষ ওভারে আউট হওয়ার আগে ১৫ বলে ২৯ রান করেন অঙ্কন।
বিডি প্রতিদিন/মুসা