অস্ট্রেলিয়ার কাছে দীর্ঘ ১০ বছর পর টেস্ট সিরিজে হেরেছে ভারত। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হেরে রোহিত শর্মার দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেছে। দক্ষিণ আফ্রিকার পর ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
তবে বোর্ডার-গাভাস্কার ট্রফির পুরো সিরিজজুড়েই আলোচনায় ছিল দু'দলের ক্রিকেটারদের কথার লড়াই। বিশেষ করে, সিডনি টেস্টের প্রথম দিন খেলার শেষ বলে উসমান খাজাকে আউট করে অন্য প্রান্তে থাকা স্যাম কনস্টাসের দিকে তেড়ে যান জাসপ্রিত বুমরাহ। ভারতীয় তারকা পেসারের এমন উদযাপন ভালোভাবে নেননি অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
বুমরাহ এর এমন উদযাপন নিয়ে গণমাধ্যমে কথা বলেন ম্যাকডোনাল্ড। এই প্রসঙ্গে ম্যাকডোনাল্ডের ভাষ্য, ‘ভারতীয়রা ইচ্ছে করে কনস্টাসকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তাই আমি কনস্টাসকে জিজ্ঞাসা করছিলাম, সে মানসিকভাবে ঠিক আছে কিনা। এটা আমার দায়িত্ব। উদযাপন নিয়ে আইসিসির কোনো শাস্তি নেই। ক্রিকেটের নিয়মের মধ্যে থেকে সেটা করা যায়। কিন্তু তাই বলে যা খুশি তাই করা যায় না। শাস্তি হয় না বলেই তারা যা খুশি তাই করছে- এটা ঠিক না। আমার মনে হয়, আইসিসির বিষয়টি দেখা উচিত।’
অবশ্য বুমরাহ এক নন, খাজাকে আউট করে ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই কনস্টাসের দিকে তেড়ে যান। মাত্র ১৯ বছর বয়সী একজন ক্রিকেটারের সঙ্গে কোহলিদের এমন আচরণ ভালো ভাবে নেয়নি সাবেকরা। এর আগেও মেলবোর্ন টেস্টের সময় কনস্টাসকে ধাক্কা দিয়ে সমালোচনার জন্ম দেন কোহলি। সেসময় তাকে জরিমানাও গুনতে হয়। যদিও তাকে পর্যাপ্ত শাস্তি না দেওয়ার অভিযোগ তোলেন সমর্থকদের অনেকেই।
এই বিষয়ে মুখ খুলেন ভারতীয় পেসার প্রসিদ কৃষ্ণা। তিনি জানান, ‘কনস্টাসের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। ওর আক্রমণাত্মক খেলার ধরণ আমরা পছন্দ করি। আমরাও সেভাবেই খেলার চেষ্টা করি। তবে, আমাদের হালকাভাবে নিলে হবে না। দল হিসেবে আমরা সবকিছুর জবাব দেব।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ