ভুটানের বিপক্ষে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত হ্যাটট্রিক করে বাংলাদেশকে ৪-১ গোলের জয় এনে দেওয়া শান্তি মার্ডি তার শিক্ষক-সহপাঠীদের ভালোবাসায় সিক্ত। দিনাজপুরের বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের আদিবাসী কন্যা শান্তি মার্ডি জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে একাই তিন গোল করার এই সাফল্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে তার নিজ গ্রামে। তখন মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও নাচগানে মুখর হয়ে ওঠে গ্রামটি। তার অসাধারণ কৃতিত্বে গর্বিত হয়ে তার নিজ প্রতিষ্ঠান দক্ষিণ পলাশবাড়ী উচ্চবিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী শান্তি মার্ডিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে উৎসবমুখর পরিবেশে তার নিজ বিদ্যালয় প্রাঙ্গণে শান্তি মার্ডিকে এই সংবর্ধনা দেওয়া হয়।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মো. মোস্তাফিজুর রহমান দুলাল শান্তি মার্ডির হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আমিনুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আবু হেনা মো. মোস্তাফিজুর রহমান (দুলাল), সহকারী শিক্ষক লুৎফর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, স্থানীয় ক্রীড়া সংগঠক নাজিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, আমাদের স্কুলের শিক্ষার্থী শান্তি মার্ডি আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছে। এটি শুধু তার পরিবারের গর্ব নয়, বরং সমগ্র এলাকার মানুষকে আনন্দিত করেছে। বিশ্বাস করি, সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে। সংবর্ধনা ও শিক্ষকদের ভালোবাসা পেয়ে আবেগঘন প্রতিক্রিয়ায় শান্তি মার্ডি বলেন, আমার সাফল্যের পেছনে শিক্ষকদের দোয়া, পরিবার ও গ্রামের মানুষের ভালোবাসা অনেক বড় প্রেরণা। আমি দেশকে আরও বেশি কিছু দিতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সহপাঠী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। বর্তমানে শান্তি মার্ডি দক্ষিণ পলাশবাড়ী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত।