কোপা দেল রে কাপে ফাইনালের আগে স্প্যানিশ ফুটবলে লঙ্কাকান্ড বেধে গেল। ফাইনাল ম্যাচের রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া রিয়াল মাদ্রিদ টিভি নিয়ে মন্তব্য করায় খেপেছে রিয়াল। রেফারি দাবি করেছেন, রিয়াল মাদ্রিদ টিভি রেফারিদের নেতিবাচক ভিডিও বানিয়ে বারবার প্রচার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে। এর ফলে রেফারিদের ওপর বাড়তি চাপ পরে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পাবলো গনসালেস ফুয়ের্তেস রিয়াল মাদ্রিদ টিভির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। রেফারিদের এমন মন্তব্যের পর ফাইনালের রেফারি পরিবর্তনের দাবি জানায় রিয়াল মাদ্রিদ। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন রেফারি পরিবর্তন করতে রাজি হয়নি। ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা কোনো ক্লাবের সুরে সুর মেলাব না। আমরা রেফারিদের সঙ্গে আছি। এই মুহূর্তে রেফারি বদল হবে খুব দুর্ভাগ্যজনক। এতে পরে একই দাবি জানাতে পারে বার্সেলোনাও! দলগুলো তো আর রেফারি নিয়োগ দিতে পারে না!’ রেফারি পরিবর্তন না করায় সংবাদ সম্মেলনে অংশ নেয়নি রিয়াল মাদ্রিদ। পাশাপাশি অফিশিয়াল অনুশীলনও করেনি দলটা। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের সঙ্গে ফটো সেশনে অংশ নেওয়ার জন্য আসেননি রিয়াল মাদ্রিদ কোচ আনসেলত্তি। রেফারির বিরুদ্ধে রিয়ালের অভিযোগ নতুন কিছু নয়। গত ফেব্রুয়ারিতে লা লিগায় এস্পানিওলের বিপক্ষে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে রেয়াল। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়কে (সিএসডি) একটি খোলা চিঠি পাঠায় ইউরোপের সফলতম ক্লাবটি। সেখানে ম্যাচ অফিশিয়ালদের বিরুদ্ধে ‘প্রতারণা’ ও ‘দুর্নীতির’ অভিযোগ আনে তারা। রেয়ালের এমন কর্মকান্ডের সমালোচনা করে তখন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেছিলেন, নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ক্লাবটি।