গল্পটা নাহিদ রানার হতে পারত। গল্পটা লিখেছেন মেহেদি হাসান মিরাজ। সিলেটের উইকেট বানানো হয়েছে কোচ ফিল সিমন্সের আগ্রহে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্যারিয়ারের পুরোটা সময়ই কাটিয়েছেন দুর্দান্ত সব গতির বোলারের সঙ্গে। মানমানসিকতায় সেই গতিই নিয়ে চলছেন ক্যারিবীয় কোচ। বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ সিলেটের উইকেটে স্পিনারদের চেয়ে পেসাররা যেন বেশি সুবিধা পান, সেটাই চেয়েছিলেন। চাওয়ার কারণও রয়েছে। দলে রয়েছে ‘স্পিডস্টার’ নাহিদ রানা, সুইং বোলার হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ। গতির ঝড় তুলে কোচের চাওয়ার বাস্তবায়নও প্রায় করে ফেলেছিলেন নাহিদ, খালেদ ও হাসান। কিন্তু ৫২ টেস্ট খেলার অভিজ্ঞ মেহেদি মিরাজ ঘূর্ণির মায়াজালে ‘স্পিন’ গল্প লেখেন। তার ঘূর্ণিতেই জিম্বাবুয়েকে ২৭৩ রানে বেঁধে ম্যাচে ফিরিয়েছে বাংলাদেশকে। অফ স্পিন, ফ্লুটার, আর্মারের বৈচিত্র্যে ক্যারিয়ারে ১১ বারের মতো ৫ উইকেট নিয়েছেন মিরাজ। দিন শেষে টাইগার সহ-অধিনায়কের বোলিং স্পেল ২০.২-৫-৫২-৫। নাহিদ রানার স্পেল ১৮-৩-৭৪-৩।
ফাইফারের কৃতিত্ব দেখানো মিরাজ একটি মাইলফলকের দ্বারপ্রান্তে। তার উইকেট সংখ্যা ১৯৫। আর ৫ উইকেট পেলেই সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট শিকারির ক্লাবে নাম লেখাবেন। সাকিবের উইকেট ৭১ টেস্টে ২৪৬ এবং তাইজুলের উইকেট ৫২ টেস্টে ২১৭। অবশ্য সিলেট টেস্ট খেলছেন তাইজুল। মিরাজ ও নাহিদের আগ্রাসি বোলিংয়ে জিম্বাবুয়ের ইনিংসের স্থায়িত্ব ছিল ৮০.২ ওভার। অথচ ব্রায়ান বেনেট ও শিন আরভিনের দৃঢ়তায় এক সময় মনে হয়েছিল সফরকারীরা ৩০০ ঊর্ধ্ব স্কোর করবে। টেস্টের প্রথম দিন বিনা উইকেটে ৬৭ রান তুলে সেরকমই ইঙ্গিত দিয়েছিল। গতকাল দ্বিতীয় দিন দারুণভাবে ঘুরে দাঁড়ায় নাজমুল বাহিনী। দিনের শুরুতে আক্রমণ করেন নাহিদ। ফিনিশিং দেন মিরাজ। মিরাজ সর্বশেষ ৫ উইকেট পেয়েছিলেন গত আগস্টে রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন মিরাজ। ঘরের মাটিতে সর্বশেষ ৫ উইকেট নিয়েছিলেন ২০২২ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে মিরপুরে। গতকাল দুই হাফ সেঞ্চুরির পরও ৮২ রানের বেশি লিড নিতে পারেনি। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন পার করেছে ওপেনার সাদমান ইসলামের আউটে। সাদমান প্রথম ইনিংসে ১২ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৪ রান। দুবার জীবন পেয়ে ২৮ রানে ব্যাট করছেন মাহামুদুল হাসান জয়। অথচ জয় জীবন পেয়েছেন ব্যক্তিগত ৬ ও ১৮ রানে। তবে জয়ের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন পার করেছেন মুমিনুল হক। প্রথম ইনিংসে ৫৬ রান করা মুমিনুল ব্যাট করছেন ১৫ রানে। সিলেটে এর আগে তিনটি টেস্ট হয়েছে। সবই ফল হয়েছে। সিলেট টেস্ট ভেন্যু হিসেবে অভিষিক্ত হয় ২০১৮ সালে। বাংলাদেশ-জিম্বাবুয়ে অভিষেক টেস্টটি জিতেছিল আফ্রিকান দেশটি। জিতেছিল টেস্টের শুরুতে ব্যাটিং করে। গতকাল দ্বিতীয় দিন পর্যন্ত জিম্বাবুয়ে ২৫ রানে এগিয়ে থাকলেও অতীত পরিসংখ্যান অন্যরকম ইঙ্গিত দিচ্ছে।