নবম রাউন্ডের ম্যাচে চমক দেখিয়েছে রূপগঞ্জ ক্রিকেটার্স। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুর্বল শক্তির রূপগঞ্জ ৮ উইকেটে হারিয়েছে গাজী ক্রিকেটার্সকে। বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটে গতকাল নবম রাউন্ডের সবচেয়ে আলোচিত দিক ছিল তানজিদ হাসান তামিম। বিকেএসপি-৩ নম্বর মাঠে লেজেন্ডস অব রূপগঞ্জের বাঁ হাতি ওপেনার তানজিদ গতকাল পারটেক্সের বিপক্ষে মাত্র ৫৯ বলে সেঞ্চুরি করেছেন। যা চলতি প্রিমিয়ার ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি। তার টর্নেডো ব্যাটিংয়ে লেজেন্ডস অব রূপগঞ্জ ১০ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টস ক্লাবকে। বিকেএসপিতে আরেক ম্যাচে অগ্রণী ব্যাংক ৪ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ক্রিকেটে ফিরেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন। রূপগঞ্জ ক্রিকেটার্সের পক্ষে খেলতে নেমে ১ উইকেট নেন ও ৯ রান করেন। পারটেক্সের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছেন তানজিদ তামিম। অবশ্য টার্গেটও খুব বড় ছিল না। শেখ মেহেদি হাসানের ঘূর্ণিতে ৩৪.৪ ওভারে ১২৯ রানে অলআউট হয় পারটেক্স। মেহেদি ৬ ওভারের স্পেলে ২৭ রানের খরচে নেন ৪ উইকেট। ১৩০ রানের টার্গেটে খেলতে নেমে লেজেন্ডস অব রূপগঞ্জের দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান ১৮.৩ ওভারে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। অধিনায়ক সাইফ ২৬ রানে অপরাজিত থাকলে তানজিদ তুলে নেন তিন অংকের জাদুকরী ইনিংস। অপরাজিত থাকেন ১০৩ রানে। ২৪ বছর বয়সি তানজিদের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা চতুর্থ সেঞ্চুরি। ৫৯ বলের ইনিংসটিতে তিনি ১০ চার ছাড়াও মারেন ৭টি ছক্কা। সব মিলিয়ে তানজিদ ৪৬ ইনিংস পর সেঞ্চুরি করেছেন। ২০২৩ সালে সর্বশেষ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। গতকালের জয়ে লেজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ৯ ম্যাচে ১১। মিরপুরে প্রথম ব্যাটিংয়ে গাজী ক্রিকেটার্স ৪২.১ ওভারে ১৫৯ রানে অলআউট হয়। দলটির পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন শামীম মিয়া। রূপগঞ্জ ক্রিকেটার্স জয়ের জন্য প্রয়োজনীয় রান টপকে যায় ৩৩.৩ ওভারে। আবদুল মজিদ ও অমিত মজুমদার ১৮০ বলে ১৪০ রানের জুটি গড়েন। অমিত ৭৬ ও মজিদ ৫৩ রান করেন। বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়ন ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৮ রান করে। অগ্রণী ব্যাংক সেটা ৮ বল আগে টপকে যায় ৬ উইকেট হারিয়ে। অগ্রণীর পয়েন্ট ৯ ম্যাচে ১২।
শিরোনাম
- বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট
- ইসরায়েলি আগ্রাসন ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিলের বিরুদ্ধে এনসিপির সমাবেশ
- ঢাকায় আসছেন পাকিস্তানি শিল্পী আয়মা বেগ
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা বরখাস্ত
- দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ক্লাসেন
- টস হেরে মুম্বাইয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
- রাতে সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল
- ১২ এপ্রিল 'মার্চ ফর গাজায়' অংশ নেওয়ার আহ্বান মাহমুদউল্লাহর
- ফেসবুকে এনআইডি সেবার নামে প্রতারণা, সতর্ক করল ইসি
- কেইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ পরিবেশের ধারণা নিলেন ৭০ বিদেশি বিনিয়োগকারী
- স্বাধীনতা কনসার্টের তারিখ পরিবর্তন
- 'গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্ব বিবেককে একসঙ্গে দাঁড়াতে হবে'
- ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি
- ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক
- অতিরিক্ত ভাড়া আদায় : জয়পুরহাটে ৩ পরিবহনকে জরিমানা
- নারায়ণগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কর্মী নিহত, সাবেক এমপিসহ ৮ নেতা বহিষ্কার
- গাজায় হামলার তীব্র নিন্দা ও সামরিক অভিযান বন্ধের আহ্বান বাংলাদেশের
- ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ
- শুল্কারোপ ইস্যুতে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি
তানজিদের ৫৯ বলে সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর