১৯৭৭ সালে হাওয়াইয়ের ম্যাকিনলে হাই স্কুলে ১৬ বছর বয়সী ডন মোমোহারার নৃশংস হত্যাকাণ্ডের রহস্য ৪৮ বছর পর উন্মোচিত হয়েছে। আধুনিক ডিএনএ প্রযুক্তির সাহায্যে পুলিশ ৬৬ বছর বয়সী গিডিয়ন ক্যাস্ট্রোকে গ্রেপ্তার করেছে।
১৯৭৭ সালের ২১ মার্চ, হাওয়াইয়ের হোনোলুলুর ম্যাকিনলে হাই স্কুলে ডনের মৃতদেহ পাওয়া যায়। তাঁর গলায় জড়ানো একটি কাপড় এবং শারীরিক নির্যাতনের চিহ্ন থেকে ধারণা করা হয়েছিল, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় স্কুল এবং সম্পূর্ণ কমিউনিটি তীব্র শোকাহত হয়েছিল।
দীর্ঘ ৪৮ বছর ধরে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। ২০২৩ সালে পুলিশ তদন্তে জানতে পারে, গিডিয়ন ক্যাস্ট্রো বা তাঁর ভাই ডনের হত্যাকারী হতে পারে। এরপর ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, ডনের শর্টস থেকে পাওয়া ডিএনএ গিডিয়ন ক্যাস্ট্রোর ডিএনএ-র সঙ্গে মিলে যায়।
গত ২৩ জানুয়ারি ক্যাস্ট্রোকে ইউটার একটি নার্সিং হোম থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় স্কুলের একজন সাবেক শিক্ষার্থী সুসি চুন ওকল্যান্ড বলেন, "ডনের পরিবার হয়তো আজ কিছুটা স্বস্তি পাবে। কিন্তু এ ধরনের অনেক ঘটনা এখনো অমীমাংসিত রয়ে গেছে।"
এই ঘটনাটি প্রমাণ করে যে, আধুনিক বিজ্ঞানের সাহায্যে কতদিন পরও পুরনো অপরাধের রহস্য উন্মোচন করা সম্ভব।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/আশিক