প্রতিদিন হিংস্র পশুর ক্যালিগ্রাফি দেখি
আমাদের করিডোরে
সময়ের সাথে মানুষ নাকি মানুষের জন্য সময়
আমাকে গ্রাস করে এই কুয়াশার শেষে।
আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে শুয়ে আছি মনে হয়
কোন এক বৃশ্চিকের কাছে।
আমার বিগত অমৃতায়ন আর নেই কেবল
চারদিকে কিছু নিরীহ পেঁয়াজ
যাহাদের কুঁচি কুঁচি করে কাটে তিনটি ভয়ানক চাকু।