এই শীতের নির্জন জানালায়
ও কার জলের চোখ
বিগত বিষণ্ন
স্মৃতির ঘ্রাণে অস্থির মন
বাউল সন্ধ্যায় কে বাজায়
বেদনার সুরে বাঁশি,
কাচ টুকরোর মতো ভেঙে
টুকরো টুকরো হচ্ছে
যাপিত সময়ের স্বপ্ন- সে
কোথায় এখন
কার আয়নায় দেখে
হলুদ ত্বক গোলাপি ঠোঁট।
এই শীতের নির্জন জানালায়
ও কার জলের চোখ
বিগত বিষণ্ন
স্মৃতির ঘ্রাণে অস্থির মন
বাউল সন্ধ্যায় কে বাজায়
বেদনার সুরে বাঁশি,
কাচ টুকরোর মতো ভেঙে
টুকরো টুকরো হচ্ছে
যাপিত সময়ের স্বপ্ন- সে
কোথায় এখন
কার আয়নায় দেখে
হলুদ ত্বক গোলাপি ঠোঁট।
১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম