সিরাজুল ইসলাম কাদিরকে এ দেশের পাঠক ও গণমাধ্যম কর্মীরা চেনেন একজন অর্থনৈতিক সাংবাদিক হিসেবে। তিনি দেশ-বিদেশের অনেক খ্যাতনামা সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। লেখকের আলোচিত একটি বই ‘টাকা এলো কেমন করে’। টাকার বিবর্তন নিয়ে সুলিখিত নিবন্ধ সংগ্রহ। সর্বশেষ তিনি শিশু-কিশোরদের মনোজগৎ বিকাশের উপযোগী গল্প সংকলন নিয়ে এসেছেন, ‘সবুজ ভালোবাসা’ নামে। ইলেকট্র্রনিক ডিভাইসের আগ্রাসনে শিশু-কিশোরদের চেতনায় এখন বইয়ের উপস্থিতি কম। এই বইটি তাদের চিন্তার ব্যাপ্তি ও কল্পনার দিগন্ত প্রসারিত করবে। শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকশিত করবে। ‘সবুজ ভালোবাসা’ গ্রন্থটি দেশের কিশোর সাহিত্যে অনন্য সংযোজন হিসেবে চিহ্নিত হবে বলে আশা করা যায়।
১৬টি গল্প দিয়ে সংকলিত ‘সবুজ ভালোবাসা’ একটি অসাধারণ কিশোর গ্রন্থ, যা এদেশের শিশু-কিশোরদের চিন্তার পরিধি বদলে দিতে সহায়ক হবে। প্রথম গল্পটি ছাড়া বাকি ১৫টি গল্পেরই পরিধি ছোট। লেখকের বর্ণনা সাবলীল, উদ্দীপনাময়। বইটির গল্পগুলো এতটাই চিত্তাকর্ষক যে পড়তে বসলে শেষ না করে ওঠা যায় না। বইয়ের প্রতিটি গল্প শিশু-কিশোরদের ভাবনাকে তোলপাড় করবে। ব্যাপক পাঠকপ্রিয়তা পাবে নিঃসন্দেহে। আকর্ষণীয় এই কিশোর গ্রন্থ সম্পর্কে বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন লিখেছেন, ‘কিশোর উপযোগী এই সংকলনটি গল্প পাঠের মুগ্ধতায় ভরিয়ে দেবে শিশু-কিশোরদের। অভিভাবকদের অনুরোধ করি ওদের বইটি পড়ার জন্য অনুপ্রাণিত করতে। ওদের চিন্তার জগৎ বাড়ানোর জন্য বইটি হাতে তুলে দেবেন আপনারা।’ ‘সবুজ ভালোবাসা’ কিশোর গ্রন্থটির পরিবেশক আহমদ পাবলিশিং হাউস। এটি রকমারিসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফরমেও পাওয়া যাচ্ছে। ৮০ পৃষ্ঠার গ্রন্থটির মূল্য ৩০০ টাকা। বাংলা একাডেমির অমর একুশের গ্রন্থমেলা থেকেও বইটি সংগ্রহ করা যাবে।