বাংলা সংস্কৃতি ও সংগীতের অনন্য ঐতিহ্যকে সামনে রেখে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হলো এক চমৎকার সংগীত সন্ধ্যা। রিও থিয়েটার মিলনমেলায় পরিণত হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, এলিটা করিম, এবং বিখ্যাত ব্যান্ড দলছুট।
ঢাকা ক্লাব ভ্যাঙ্কুভার-এর আয়োজনে এই অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রবাসী বাঙালিদের এক আবেগঘন মিলনক্ষেত্র। নব্বই দশকের জনপ্রিয় গান থেকে শুরু করে আবহমান বাংলার লোকজ সংগীত—সবকিছুই ছিল এই সাংস্কৃতিক সন্ধ্যার মূল আকর্ষণ।
ব্যান্ড দলছুটের কণ্ঠে ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’, বাপ্পার গলায় ‘এই শহর আমার’, আর এলিটার কণ্ঠে ‘অনেক দূরে’—এসব গান যেন প্রবাসীদের ফিরিয়ে নিয়ে যায় তাদের শৈশব-কৈশোরের বাংলাদেশে। গান চলার সঙ্গে সঙ্গে দর্শক সারিতে ছিল তালি, গলা মেলানো ও আবেগাপ্লুত চোখ।
অনুষ্ঠানজুড়ে রিও থিয়েটার ছিল নারী-পুরুষের পদচারণায় মুখরিত। সপরিবারে বহু প্রবাসী বাঙালি এই অনুষ্ঠানে অংশ নেন। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে তাঁরা মেতে উঠেছিলেন এক আনন্দঘন সন্ধ্যায়—ভালোবাসা, গান, আড্ডা আর বাংলার সুবাসে।
ঢাকা ক্লাব ভ্যাঙ্কুভার-এর প্রধান নির্বাহী লোটাস কমল বলেন, “বিদেশের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতির বীজ বপন করতেই আমাদের এই প্রয়াস। এই আয়োজন আমাদের সংস্কৃতি ও পরিচয়ের ধারক ও বাহক।”
সংগীত সন্ধ্যার সাফল্যে অনুপ্রাণিত হয়ে আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন অনুষ্ঠান নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে প্রবাসে থেকেও বাংলার টান অনুভব করা যায়।
বিডি প্রতিদিন/হিমেল