ঝিনাইদহের মিয়াকু গ্রামের মো. আক্তারুল ইসলামের (২৭) দুটি কিডনিই বিকল। দানের টাকায় সপ্তাহে দুবার ডায়ালাইসিস নিচ্ছেন। পদার্থবিজ্ঞানে অনার্স পাস করা আক্তারুলকে বাঁচাতে অবিলম্বে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। তিনি এখন ঢাকায় অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে চিকিৎসা নিচ্ছেন। অর্থাভাবে কিডনি প্রতিস্থাপন করতে পারছেন না। তাই সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা : আক্তারুল ইসলাম (নিজে), বিকাশ, নগদ, রকেট (০১৯৮০৫৮৭৩২৬, পারসোনাল) অথবা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঝিনাইদহ শাখা, অ্যাকাউন্ট নম্বর : ০৫০১৭৫০২০৪১০৯২১৭। বিজ্ঞপ্তি