বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, হাফেজ্জী হুজুর (রহ.) ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালে বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই দেশ থেকে সব অনাচার, দুর্নীতি, অবিচার দূর করা সম্ভব। এজন্য আমৃত্যু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে। ঐক্যবদ্ধভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে।
গতকাল রাজধানীর এক হোটেলে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন ড. হাসানুজ্জামান চৌধুরী, ড. খলিলুর রহমান মাদানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ইসহাক মো. আবুল খায়ের, ড. মোস্তাফিজুর রহমান ইরান, মাওলানা একেএম আশরাফুল হক্ব, মো. মমিনুল ইসলাম, ড. ফায়যুল হক, রোকনুজ্জামান রোকন, মাওলানা মোস্তাফিজুর রহমান মাহমূদী, মুফতি সুলতান মুহিউদ্দিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমীন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল প্রমুখ।