চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী ও কঠোর হৃদয়ের মালিক রমজানেও নিজেদের পরিশুদ্ধ করতে অগ্রসর হয় না। তারা অবৈধ সিন্ডিকেট ও গুদামজাতকরণের মাধ্যমে রমজানে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। এটা সুষ্পষ্ট ফৌজদারি অপরাধ। এই অপরাধ বন্ধ করুন। কৃত্রিম সংকট তৈরি, সিন্ডিকেট বা অবৈধ গুদামজাত করে নিত্যপণ্যের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গতকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগরীর উপদেষ্টা মুহাম্মদ উল্লাহ, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও আবু হেনা মোস্তফা কামাল।