সুপারশপের কেনাকাটায় ক্রেতাকে ৫ বা সাড়ে ৭ শতাংশ বাড়তি ভ্যাট দিতে হবে না। পণ্যের খুচরা মূল্য হিসেবে যা লেখা থাকবে তা দিলেই চলবে। গতকাল এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর বলেছে, সুপারশপ কর্তৃক সর্বোচ্চ খুচরা মূল্যে (এমআরপি) পণ্য সরবরাহ করা হলে ওই মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ভ্যাট বাবদ অতিরিক্ত অর্থ ভোক্তার কাছ থেকে আদায়ের সুযোগ নেই।