মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
আদালতসূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি ডিবি পুলিশের কোতোয়ালি জোনাল টিমের উপপরিদর্শক হুমায়ন কবীর তাঁকে আদালতে হাজির করেন। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
সোহেল হাসান গালিবের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রবিবার গালিবের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত তাঁর উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন সোমবার ধার্য করেন। এ দিন শুনানিকালে তাঁকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। শুনানি শেষে তাঁর দুই দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
জানা গেছে, সোহেল হাসান গালিব তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি কবিতা পোস্ট করেন। যেখানে তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠে। তাঁর লেখা একটি গ্রন্থেও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো কবিতা ছাপা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সানারপাড় থেকে গালিবকে পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে।
এদিকে গালিবের নিঃশর্ত মুক্তি এবং তাঁর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন শতাধিক লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিক, অধিকারকর্মীসহ বিভিন্ন পেশাজীবী।