চট্টগ্রামে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত আবাসন মেলায় ৮৪ কোটি ৭৭ লাখ টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বা জায়গা বিক্রির বুকিং হয়েছে। গত চার দিনের এই মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছেন ৫ হাজার ২৩৫ জন।
চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু-বে ভিউতে আয়োজিত আবাসন মেলার শেষ দিনে গতকাল সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে রিহ্যাব। আবাসন খাতের এ মেলা ১৩ ফেব্রুয়ারি শুরু হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করেন। মেলায় এন্ট্রি টিকিটের র্যাফেল ড্রতে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। এবার মেলায় প্রথম বারের মতো শিশুদের জন্য মনোরম কিডস জোনের ব্যবস্থাও রাখা হয়।
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসাইন বলেন, করোনার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়, চলমান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। আমরাও এর বাইরে নই। নির্মাণ সামগ্রীর মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা সেই পরিমাণে ফ্ল্যাটের মূল্য বাড়াতে পারিনি। দেশের বর্তমান পরিস্থিতির মধ্যেও আমরা চেষ্টা করেছি ক্রেতার সাধ ও সাধ্যের মধ্যে তার পছন্দের সেরা ফ্ল্যাটটি দিতে, যার প্রত্যক্ষ প্রতিফলন এবারের রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫।