ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধায় দিনাজপুরের হিলি সীমান্তের পার্শ্ববর্তী রেলওয়ের সেতুর সংস্কারকাজ বন্ধ রয়েছে। বিএসএফের সঙ্গে বিজিবির বৈঠকেও এর সুরাহা হচ্ছে না। বিজিবি বলছে, ‘বাধা দেওয়ার কথা নয়, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। বিষয়টি আজকালের মধ্যে জানাবে বিএসএফ।’ জানা যায়, ১০ ফেব্রুয়ারি সীমান্তের মেইন পিলার ২৮৫/সাব পিলার ১৮/৫ পিলারের কাছে রেলসেতুর নিচের পাথরের সংস্কারকাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। কাজ শুরুর পরই বিএসএফ বাধা দেয়। পরে বিষয়টি নিয়ে ১৫ ফেব্রুয়ারি বিকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় দেশের মধ্যে বৈঠকে কোনো সিদ্ধান্ত না আসায় ছয় দিন ধরে সংস্কারকাজ বন্ধ রয়েছে। হিলি রেলওয়ের ইঞ্জিনিয়ার ওয়ার্কসের ইনচার্জ আবদুর রহমান বলেন, দিনাজপুরের হিলি সীমান্তের পাশ দিয়েই বয়ে গেছে রেললাইন। দেশের বিভিন্ন অঞ্চলে যোগাযোগের জন্য ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় এই রেললাইন। সেই রেললাইনের একটি সেতুর নিচের অংশের পাথর সরে যাওয়ায় তা সংস্কারের উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। সম্প্রতি সেই অংশে কাজ শুরু করে তারা।
কিন্তু কাজ শুরুর কয়েক ঘণ্টার মাথায় তাতে বাধা দেয় বিএসএফ। পরে বিষয়টি নিয়ে বিজিবি বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকসহ নানাভাবে আলোচনা করে। সেই মোতাবেক আবারও বিজিবির পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে কাজ শুরুর কথা বলা হয়। রেল কর্তৃপক্ষ সেখানে কাজ শুরু করলে আবারও বিএসএফ তাতে বাধা দেয়। এরপর বন্ধ হয়ে যায় সেতুর সংস্কারকাজ। বারবার কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপাকে রেল কর্তৃপক্ষ।
এ ব্যাপারে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, ‘আমরা বিএসএফের সঙ্গে বৈঠক করেছি। তারা আজকালের মধ্যে জানাবে।’