অধ্যাপক বদিউর রহমান সভাপতি এবং অমিত রঞ্জন দেকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৯১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় সংসদ গঠন করা হয়েছে। গতকাল তিন দিনব্যাপী সম্মেলনের শেষদিন রাতে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির বাকি সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।
সকাল থেকেই সাংগঠনিক বা কাউন্সিল অধিবেশন শুরু হয়। সুশৃঙ্খলভাবে সাংগঠনিক অধিবেশনের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নের পর নির্বাচনি অধিবেশন চলার সময় প্রস্তাবিত নতুন কেন্দ্রীয় সংসদের পক্ষে-বিপক্ষে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়। উদীচীর গঠনতন্ত্রে এ ধরনের সমস্যা সমাধানের জন্য প্রথমে কেউ নাম প্রত্যাহার করবেন কি না সেটি জানতে চাওয়ার বিধান আছে। এরপর যারা নাম প্রত্যাহার করেন না তাদের ক্ষেত্রে ভোটের মাধ্যমে সবার মতামত নেওয়া হয়।