ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি বেহাতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ওয়াক্ফ প্রশাসক। সংশ্লিষ্ট জেলার ওয়াক্ফ পরিদর্শককে এ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, দিনাজপুর নুরজাহান কামিল মাদরাসার ওয়াক্ফ এস্টেটের প্রায় ১০০ বিঘা সম্পত্তি দখল, বেহাত ও সম্পত্তির আয় ক্রমাগত আত্মসাতের ঘটনায় ওয়াক্ফ পরিদর্শক হাফিজুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ১৮ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিনে ‘সারা দেশে বেহাত ওয়াক্ফের ৮৫ হাজার একর সম্পত্তি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।
সূত্র জানায়, প্রতিবেদনটি ধর্ম মন্ত্রণালয়ের নজরে আসে। মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিতে ওয়াক্ফ প্রশাসককে নির্দেশনা দেয়। এরপরই প্রশাসক তদন্ত শুরুর পদক্ষেপ গ্রহণ করেন।
দিনাজপুর জেলার ওয়াক্ফ পরিদর্শক হাফিজুর রহমান জানান, তদন্তে অনিয়ম ও অভিযোগের অনেক তথ্য-উপাত্ত পাওয়া গেছে। সেগুলো যাচাইবাছাই করে দেখা হচ্ছে।