চট্টগ্রামে ফের কর্মবিরতি শুরু করেছে প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকরা। গতকাল সকাল ১০টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। এতে ট্রেইলার চলাচল বন্ধ হয়ে গেছে। গত রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মবিরতি চলছিল।
চট্টগ্রাম বন্দর ও বন্দর সংশ্লিষ্ট ১৯টি বেসরকারি ডিপো থেকে প্রাইমমুভার ট্রেইলারের মাধ্যমে কনটেইনার পরিবহন হয়। এ ধরনের গাড়িকে লং ভেহিকেলও বলা হয়। ট্রেইলার না চলায় বন্দর থেকে কনটেইনার পরিবহনও বন্ধ রয়েছে। তবে ট্রাক ও কাভার্ডভ্যানে পণ্য পরিবহন চলছে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, ট্রেইলার না চলায় বন্দর থেকে আমদানি পণ্যের কনটেইনার ডেলিভারি হচ্ছে না। রপ্তানি পণ্যবোঝাই কনটেইনারও আসতে পারছে না।
আর প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, পোর্ট কানেকটিং রোড দিয়ে সীতাকুন্ড এলাকার ডিসি পার্কের যে প্রবেশ গেট রয়েছে সেটি বন্ধ করার দাবিতে তারা বুধবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেছিলেন। এর পরও গেটটি বন্ধ করা হয়নি। এ গেটের কারণে সড়কটিতে প্রায়ই যানজট লেগে থাকে। এ কারণে শ্রমিকরা গতকাল সকাল ১০টা থেকে কর্মবিরতি শুরু করেছেন। গেটটি বন্ধ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে গত মঙ্গলবার রাতে ডিসি পার্কের কর্মচারীদের সঙ্গে লরিচালক ও সহকারীদের সংঘর্ষ হয়। ওই সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন পার্কটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। আহত হন উভয় পক্ষের কয়েকজন। এর জেরে লরি শ্রমিকরা বুধবার সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।