বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির বলেছেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা আরও বেড়ে যায়। তাই আমরা যে যেখানেই কাজ করি না কেন সবাইকে প্রশিক্ষণ নিতে হবে। তিনি বলেন, কোনো মানুষ যেন বগুড়ার আদালত থেকে মুখ কালো করে ফিরে না যান। জুলাই-আগস্ট যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা লালন করতেহবে। সিনিয়র জেলা ও দায়রা জজ আরও বলেন, বিচার বিভাগের জন্ম হয়েছে মানুষের ন্যায়বিচারের জন্য। সেই ন্যায়বিচার যেন সর্বস্তরের বিচারপ্রার্থীরা পান।
তিনি গতকাল বিকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে কর্মচারীদের দক্ষতা ও মান উন্নয়নের নিমিত্ত প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।