জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শতাধিক সমবায় সমিতির বিরুদ্ধে প্রায় ২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ টাকা ফেরতের দাবিতে গতকাল বিক্ষোভ সমাবেশ, মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস ঘেরাও করেন ভুক্তভোগী আমানতকারীরা।
মাদারগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্বরে কয়েক হাজার ভুক্তভোগী বিক্ষোভ সমাবেশ করেন। পরে তাঁরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। সেখানে বক্তব্য দেন শিপলুল বারী, শফিকুল ইসলাম, সোনা মিয়া, দিদারুল আলম মিন্টু প্রমুখ।
বক্তারা বলেন, ভিক্ষুক থেকে শুরু করে প্রবাসী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, ছাত্র-শিক্ষক, গৃহিণী, স্কুল-মাদরাসা-মসজিদের তহবিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবায় সমিতিতে আমানত রাখে। শুরুর দিকে কিছু মুনাফা দিলেও কয়েক বছর ধরে কোনো কিছুই দিচ্ছে না। বারবার আমানতের টাকা ফেরত চাইলেও টালবাহানা করছে। অনেকেই টাকা না পেয়ে আত্মহত্যা করেছে। অনেক নারীর সংসার ভেঙে গেছে। ডিভোর্স হয়েছে।
সমবায় সমিতিতে টাকা জমা থাকলেও অর্থাভাবে অনেক মানুষ চিকিৎসা করাতে পারছে না। সমবায় সমিতিতে নিজের আমানত হিসেবে রাখা অর্থ ফেরত পেতে প্রশাসনের দ্বারস্থ হলেও রহস্য কারণে তারা সহায়তা করছেন না। উল্টো সমবায় সমিতির পক্ষেই কাজ করছেন বলে অভিযোগ করেন।