ট্রাম্পবিরোধী হিসেবে চিহ্নিতদের অপসারণ প্রক্রিয়ার অংশ হিসেবে পেন্টাগন থেকে নিউইয়র্ক টাইমস, এনবিসি, এনপিআর এবং পলিটিকোর অফিস সরিয়ে নেওয়ার নির্দেশ জারি হয়েছে।
এ বিষয়ে ৩১ জানুয়ারি পেন্টাগনের এক পত্রের উদ্ধৃতি দিয়ে মুখপাত্র জন উল্লট বলেছেন, মিডিয়ার জন্য পেন্টাগনে নির্ধারিত জায়গা থেকে নিউইয়র্ক টাইমস, এনবিসি নিউজ, এনপিআর এবং পলিটিকোকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে সরে যেতে হবে।
সে স্থলে নিউইয়র্ক পোস্ট, হাফিংটন পোস্ট, ব্রিটবার্ট নিউজ এবং ওয়ান আমেরিকা নিউজের অফিস স্থাপিত হবে।
পেন্টাগনের সার্কুলারে উল্লেখ করা হয়েছে, সরে যাওয়ার নির্দেশপ্রাপ্ত মিডিয়াগুলো পেন্টাগন প্রেস কর্পের সদস্য থাকবে এবং প্রেস ব্রিফিংয়েও যথারীতি অংশ নিতে পারবে। শুধু তারা সার্বক্ষণিকভাবে ওই ভবনে অবস্থানের সুযোগ হারাবে।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পেন্টাগন প্রেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে শনিবার বলা হয়েছে, ‘আমরা সবসময়ই নতুনদের স্বাগত জানাই এবং এখনো অভিবাদন জানাচ্ছি। তবে আমরা হতভম্ব হয়েছি যুগের পর যুগ ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পেন্টাগনের সংবাদ (রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রশাসন) প্রকাশ ও পরিবেশনকারী সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যমকে অপসারণের ঘটনায়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই আদেশে উদ্ভূত পরিস্থিতির আলোকে আমরা প্রশাসনকে বৈঠকের আহ্বান জানিয়েছি এবং বৈঠক হলে তা সবিস্তারে সবাইকে অবহিত করা হবে।