ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, কেবলই ক্ষমতার পালাবদল জাতীয় জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। একটি সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে সব অংশীজনের সম্মিলিত প্রয়াস বাস্তবায়ন আবশ্যক। রাজনীতিতে প্রতিহিংসাপরায়নতা প্রতিষ্ঠা পেলে দেশ-জাতি লক্ষ্যভ্রষ্ট হবে। ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
যুবফ্রন্ট সভাপতি মাওলানা মোহাম্মদ মনির হোসাইনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, এম ইব্রাহীম আখতারী, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশারফ হোসেন হেলালী, মো. তরিকুল হাসান লিংকন প্রমুখ। সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি পল্টন হয়ে বায়তুল মোকাররম গেটে গিয়ে শেষ হয়।