গণ আকাঙ্ক্ষা পূরণে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। পিএনপি মহাসচিব আহমেদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আহসান হাবিব লিংকন, জাহিদুল ইসলাম তুহিন, এমএ মান্নান, মো. আজমাইল হোসেন প্রমুখ।
ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, অন্তর্বর্তী সরকারের সাত মাস হতে চলল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সিন্ডিকেট ভাঙতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার ওপর অযৌক্তিক ট্যাক্স ভ্যাট বৃদ্ধি করে জনমনে হতাশার প্রতিফলন ঘটিয়েছে। জনগণ জীবন দিয়ে রক্ত দিয়ে দানবের বিরুদ্ধে লড়াই করেছে। ফিরোজ মোহাম্মদ লিটন দ্রুত সময়ে সংস্কার শেষ করে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।