গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশ, সংস্কারে ও নির্বাচন’ শীর্ষক জনসভা থেকে এ আহ্বান জানানো হয়। বিপিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিলকিস খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব, বিপিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস নাজমা আক্তার, প্রেসিডিয়াম সদস্য এস এম আলমগীর হোসেন, মো. আরিফুল ইসলাম আরিফ, খাদিজা আক্তার, মো. আফতাব উদ্দিন, তরিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থায় চরম অব্যবস্থাপনা চলছে। মৌলিক সংস্কার করে আগামী নির্বাচন করতে হবে, তবে সময়ক্ষেপণ করলে অশুভ শক্তি ঘুরে দাঁড়াতে পারে।