রাজধানীর বনানীর কড়াইল বস্তির বেলতলা আদর্শনগর ব্রিজপাড়ে পূর্ব ঘটনার জেরে বিএনপি নেতা-কর্মীদের হামলা ও বাসা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তারা হলেন- সোহেল রানা, টিপু মিয়া ও মাহবুব। পরদিন এ ঘটনায় বনানী থানায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন সোহেল রানা।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, মামলা হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হননি। মামলায় সোহেল জানিয়েছেন, বাসায় ফেরার পথে সবুজ, মোমিন, ইসরাফিল, বাবু, পারভেজ, সাগর, নাসির, কালন, রব মিয়া, মন্ডল ও শাহজালাল তাদের ওপর অতর্কিত হামলা করে। পরে তার বাসায় ভাঙচুর ও লুটপাট চালায়।