মাটির নিচে বাংকার তৈরি করে তাতে থরে থরে সাজানো ফেনসিডিল! যার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ রুপিরও বেশি। যা দেখে হতবাক তদন্তকারী কর্মকর্তারাও। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কিষাণগঞ্জ থানার অন্তর্গত মাঝদিয়া শহরের নঘাটা এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে ট্যাংক থেকে এই বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দক্ষিণবঙ্গ সীমান্তের ৩২ ব্যাটালিয়ন এই অভিযান চালায়।
এই অভিযানে তিনটি ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাংক থেকে ৬২ হাজার ২০০ বোতল ফেনসিডিলের একটি বিশাল চালান উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লাখ ৫৮ হাজার ৪৪৪ রুপি। এসব ফেনসিডিল বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে বিএসএফ। গতকাল বিএসএফের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।