এখন থেকে একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কেনা যাবে। সঞ্চয়পত্র কোনো যৌথ নামে ক্রয় করা যাবে না এবং এতে প্রতিষ্ঠানের টাকা বিনিয়োগ করা যাবে না। গতকাল এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশে কার্যরত তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো সার্কুলারে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সের যে কোনো বাংলাদেশি মহিলা, যে কোনো বাংলাদেশি প্রতিবন্ধী (পুরুষ ও মহিলা) এবং ৬৫ বছর ও তদূর্ধ্ব যে কোনো বাংলাদেশি পুরুষ পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন।