টিকা না পেয়ে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের প্রবাসীরা গতকাল সকাল সাড়ে ৯টায় হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় পান্থপথ এলাকায় যানচলাচল ব্যাহত হয়। প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। দুপুরে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মী ভিসায় সৌদি আরব যেতে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা নেই। তবে যারা ওমরাহ ও ভ্রমণ ভিসায় সৌদি যাবেন, তাদের অবশ্যই ভ্রমণের ১০ দিন আগে এই টিকা নিতে হবে।
জানা গেছে, সড়ক অবরোধকারীর অধিকাংশই সৌদি প্রবাসী। তাদের মধ্যে ওমরা যাত্রীরাও ছিলেন। বিভিন্ন হাসপাতালে সৌদিসহ মধ্যপ্রাচ্যের আরও দুই-একটি দেশে যাওয়ার জন্য তাদের টিকা নেওয়ার কথা ছিল। কিন্তু ওইসব হাসপাতালে গিয়ে তারা জানতে পারেন টিকা নেই। পরে তাদের জানানো হয়, স্কয়ার হাসপাতালে টিকা আছে, সেখানে যেতে হবে। সেই অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে যান।
এই হাসপাতালে গিয়ে দেখেন সেখানেও টিকা নেই। এরপর প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে সড়কে নেমে বিক্ষোভ করতে থাকেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, যারা ওমরাহ বা ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে যাবেন, তাদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক। তবে কর্মী হিসেবে যারা যাবেন, তাদের জন্য এই টিকা নেওয়া লাগবে না। সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে গত সোমবার হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক জানিয়ে নির্দেশনা দেয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
এর আগে প্রয়োজন অনুযায়ী মেনিনজাইটিসের টিকা না পেয়ে সকাল সাড়ে ৯টা থেকে পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রায় ৩০০ সৌদিগামী যাত্রী। এরপর বেলা সাড়ে ১২টার দিকে প্রবাসীকল্যাণ ভবনের সামনে অবস্থান নেন। এক ঘণ্টা পর প্রবাসীরা সড়ক থেকে সরে যান।