প্রকল্পের কাজে দুর্নীতির মাধ্যমে বিধি লঙ্ঘন করে বরাদ্দের অতিরিক্ত ১ কোটি ১৩ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের মহাব্যবস্থাপক (জিএম) সাইদুর রহমানসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সংস্থাটির পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক তাপস বিশ্বাস মামলাটি করেন। মামলার অন্য আসামি তুর্ব মেশিনারি সার্ভিস বাংলাদেশের মালিক ড. ফজলে মাহবুব।
দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরের মোহনায় গৃহীত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-এর বিধিবিধান লঙ্ঘন করে বাস্তবায়িত কাজের খরচের চেয়ে অতিরিক্ত ১ কোটি ১৩ লাখ ৫৫ হাজার ৯৭ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। আসামিদের বিরুদ্ধে দ বিধি, ১৮৬০-এর ৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়।