নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে শ্রমিক নেতারা এই দাবি জানান। ইনসাব সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, সালেহ আহমেদ, মো. আবদুর রাজ্জাক, মো. আলী হোসেন, গোলাম রাব্বানী, রেজাউল ইসলাম, সায়েরা খাতুন প্রমুখ।
বক্তারা সারা দেশে নির্মাণ শ্রমিকদের জন্য বাসস্থান, কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত, সব নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিকদের হাজিরা খাতা, ন্যূনতম মজুরি সম্মানজনকভাবে বৃদ্ধির দাবি জানিয়েছেন। তারা বলেন, এই খাতে দেশে প্রায় ৩৫ লাখের বেশি শ্রমিক কাজ করছে। পৃথিবীর বিভিন্ন দেশেও রয়েছে আমাদের দেশের সমপরিমান নির্মাণ শ্রমিক। সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রম উপদেষ্টা, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, শ্রম সংস্কার কমিশনের প্রধানের কাছে ১২ দফার স্মারকলিপি প্রদান করা হয়।