সেন্ট থমাস চার্চের সিনিয়র ব্যক্তিত্ব জর্জ বিনিময় রায় বলেছেন, ঐক্য হচ্ছে একটা জাতির মেরুদন্ড। কোনো জাতির মধ্যে ঐক্য থাকলে তারা যে কোনো লক্ষ্যে পৌঁছতে পারে। জাতিকে এগিয়ে নিতে একতা ছাড়া কোনো উপায় নেই। এখানে আমাদের কর্তব্য হলো নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও ঐক্য নিশ্চিতে নিজ নিজ জায়গা থেকে আমাদের অবদান রাখা।
গতকাল রাজধানীর মগবাজারে সেন্ট থমাস চার্চে ইক্যুমেনিকেল খ্রিস্টান ট্রাস্ট (ইসিটি) এবং সেন্ট থমাস চার্জের যৌথ উদ্যোগে নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ইসিটি চেয়ারম্যান ইম্মানুয়েল মল্লিকের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, ইসিটি বোর্ডের সদস্য সাইমন বাড়ৈ ও ট্রেজারার জন সুশান্ত বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসিটির সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। জর্জ বিনিময় রায় বলেন, সব ধর্মেরই নিজস্ব কিছু বিশ্বাস আছে। সম্প্রীতি হলো সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালনের নিশ্চয়তা। সেটা নিশ্চিত করে আমাদের সরকার। কোনো একটা বিশেষ ধর্মকে গুরুত্ব দিলে সেটা বিনষ্ট হয়। অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ বলেন, কোনো কোনো জায়গায় সেনাবাহিনীকে ঐক্যের প্রতীক বলা হচ্ছে। আবার কোথাও ধর্মকে বলা হচ্ছে। আমি বলছি সেনাবাহিনী হচ্ছে নিরপেক্ষ শক্তি। কেউ যদি নিরপেক্ষ থাকে সেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ। আমাদের শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচালনা করতে পারলে তারাও ঐক্যের প্রতীক হতে পারে।