রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘সেমস-গ্লোবাল ইউএসএ’ ও ‘সিসিপিআইটি টেক্স চায়না’র আয়োজনে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’র শীতকালীন সংস্করণ শুরু হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫। দুটি আন্তর্জাতিক প্রদর্শনীতে ৬৫০টির বেশি বুথ নিয়ে ১৫টি দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশগ্রহণ করছে। প্রদর্শনী চলাকালীন তিনটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। গতকাল আইসিসিবির রাজদর্শন হলে প্রদর্শনী দুটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) প্রশাসক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন।
বক্তব্য রাখেন ঢাকায় চীনের দূতাবাসস্থ কমার্শিয়াল কনস্যুলেট সং ইয়াং, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, বস্ত্র অধিদপ্তর মহাপরিচালক মো. শহিদুল ইসলাম প্রমুখ।
আয়োজকরা জানান, দেশের পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সুতা, ফেব্রিক, ট্রিমস এবং আনুষঙ্গিক সরঞ্জামকেন্দ্রিক অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫-উইনটার এডিশন। একই সঙ্গে বিশ্বব্যাপী ডেনিম, জিন্স ও আনুষঙ্গিক নির্মাতাদের অংশগ্রহণে দেশের সামগ্রিক ডেনিম ও পোশাকশিল্পের ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হচ্ছে ডেনিম শো ২০২৫।