গড়াই পরিবহনের হেলপার, ড্রাইভার ও শ্রমিক ইউনিয়নের লোকজন কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গড়াই ও রূপসা পরিবহনের বাস আটকে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। গতকাল বিকাল পৌনে ৫টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ৫টি বাস আটক করেন শিক্ষার্থীরা। বাসগুলো বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে রাখা হয়। স্থায়ী সমাধানা না হওয়া পর্যন্ত বাস ছাড়বেন না বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল বিকাল ৩টার দিকে তারা বাস আটকানো শুরু করে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী হলেন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ বিভাগের আসিফ মাহমুদ। ভুক্তভোগী শিক্ষার্থী আসিফ জানান, বেলা আনুমানিক ১১টার দিকে তিনি তার স্ত্রীকে নিয়ে ঝিনাইদহ থেকে যশোরের উদ্দেশে গড়াই পরিবহন উঠেন। ড্রাইভার গাড়ি দ্রুত চালালে আসিফ তার প্রতিবাদ করে গাড়ির গতি কমাতে বলেন। এ ঘটনায় পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে তার বাগ্বিতন্ডা হয়। বাগ্বিতন্ডার একপর্যায়ে ড্রাইভার ও হেলপার মিলে তাকে মারধর করেন। পরে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় গেলে সেখানে আসিফকে নামিয়ে পুনরায় ড্রাইভার, হেলপার এবং কালীগঞ্জ শ্রমিক ইউনিয়নের লোকজন মিলে তাকে মারধর করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, এ বিষয়ে মালিক শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের সঙ্গে আলোচনায় বসবে। আশা করছি দ্রুত একটা সমাধান হবে।