সংবিধান ও আইন বিশেষজ্ঞ, লেখক, গবেষক ও সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০২১ সালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। মিজানুর রহমান খান দুই যুগেরও বেশি সময় সাংবাদিকতায় যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি প্রথম আলোর সহযোগী সম্পাদক ছিলেন।
চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ‘মিজানুর রহমান খান ফাউন্ডেশন’ ও তাঁর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হবে। এ ছাড়া ঢাকায় তাঁর নিজ বাসায় এবং ঝালকাঠি জেলার নলছিটিতে পৈতৃক বাড়িতে কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি